ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

গোল্ড কাপের ফাইনালে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
গোল্ড কাপের ফাইনালে মেক্সিকো সংগৃহীত

ঢাকা: চলতি কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছে মেক্সিকো। সেমিফাইনালে পানামাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিগুয়েল হেরেরার শিষ্যরা।



এর আগে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে একমাত্র গোলে কোস্টারিকাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে মেক্সিকো। অতিরিক্ত ৩০ মিনিটের খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে জয় এনে দেন আন্দ্রেস গুয়ার্দাদো। অপরদিকে, ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়ে শেষ চারের টিকিট পায় পানামা।

গুয়ার্দাদোর জোড়া গোলের সুবাদে জয় নিয়ে ফাইনালে উঠে মেক্সিকানরা। তবে, ম্যাচের ৫৭ মিনিটে লিড নিয়েছিল পানামা।

প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় দুই দল। বিরতির আগে ম্যাচের ২৫ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় পানামা। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তেজাদা। বিরতির পর ৫৭ মিনিটের মাথায় রোমান তোরেসের গোলে এগিয়ে যায় পানামা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে মেক্সিকো। দলকে সমতায় ফেরান গুয়ার্দাদো। অতিরিক্ত সময়ের খেলার ১০৫ মিনিটের মাথায় দলকে লিড পাইয়ে দেন গুয়ার্দাদো। নিজের ও দলের দ্বিতীয় গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন গুয়ার্দাদো।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।