ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

তোপের মুখে বোল্ট, সুযোগ রয়েছে গ্যাটলিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
তোপের মুখে বোল্ট, সুযোগ রয়েছে গ্যাটলিনের

ঢাকা: ছয়টি অলিম্পিক পদকের অধিকারী উসাইন বোল্টের একক রাজত্বের দিন বুঝি শেষ! কারণ তার প্রতিদ্বন্দ্বী আমেরিকার দৌড়বিদ জাস্টিন গ্যাটলিন এ বছর রয়েছেন বোল্টের থেকেও সেরা ফর্মে। সেই সাথে দুই দৌড়বিদের মধ্যে স্নায়ু যুদ্ধটাও জমে উঠেছে বেশ।



প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন যদি বিশ্ব চ্যাম্পিয়ন হন তাহলে কি ঘটবে? গণমাধ্যম কর্মীদের এ প্রশ্নের জবাবে উসাইন বোল্ট বলেন, ‘আমি হেরে যাওয়ার কথা ভাবছি না। তাই এই প্রশ্নের উত্তরও দিচ্ছি না। ’

গত ১৩ জুনের পরে আর ট্র্যাকে নামা হয়নি বোল্টের। চোটের জন্য ছয় সপ্তাহ বিশ্রামের পর ফিরছেন তিনি। আগামী মাসে চীনের বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ও ২০০ মিটার রেসে খেলবেন বোল্ট। এর আগে লন্ডনে ডায়মন্ড লিগের ট্র্যাকে ঝড় তুলবেন এই গতি মানব।

তাই বিশ্বমিটের আগে তার ফর্ম কি অবস্থায় রয়েছে জানা যাবে এখানেই। মিটের আগে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সম্প্রতি ফর্মে থাকা গ্যাটলিনকে নিয়ে সেখানে প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু বোল্ট পাত্তাই দিচ্ছেন না গ্যাটলিনকে।

ওদিকে সম্প্রতি দোহায় গ্যাটলিন নিজের সেরা সময়ের রেকর্ড ভেঙে ১০০ মিটার শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। তাই বোল্ট মুখে যতই গ্যাটলিনকে উড়িয়ে দিচ্ছেন না কেন, চিন্তায় তাকে থাকতেই হবে। কারণ এ বছর এখনও বোল্ট ১০.১২ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেননি। এই গ্যাটলিনই নিষিদ্ধ ওষুধ নেওয়ার অপরাধে দুইবার নিষিদ্ধ হয়েছিলেন। গ্যাটলিন ২০১৫ সালে ৯.৮ সেকেন্ডের কম সময়ে চারবার রেস শেষ করেন। তাই বোঝাই যাচ্ছে কি মারাত্মক ফর্মে তিনি।

তবে ছেড়ে কথা বললেন না বোল্টও। তিনি জানালেন, ‘আমি কখনই নিজের ক্ষমতা নিয়ে চিন্তিত নয়। এখন আমি বেইজিংয়ের দিকে তাকিয়ে আছি৷ এখনও এক মাস সময় আছে , তাই চিন্তা করছি না। চ্যাম্পিয়নশিপের আগে আমার কোচ গ্লেন মিলসের অধীনে নিজের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি। অনুশীলনেও আমি বেশ ভালো করছি। আর আপনারা জানেন আমি চ্যাম্পিয়নশিপে নিজের সেরাটা দিতে ভালোবাসি। তাই ৯.৭ সেকেন্ডে ১০০ মিটার শেষ করতে আমার মাত্র একটিই রেস লাগবে। '

তাই ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন যে খানিকটা তোপের মুখে রয়েছেন তার পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। তবে বোল্ট বলে কথা। এখন দেখার বিষয় আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কে হাসবে শেষ হাসি। বোল্ট না গ্যাটলিন? 

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।