ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আগস্টে ঘোষিত হবে ব্রাজিল স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আগস্টে ঘোষিত হবে ব্রাজিল স্কোয়াড

ঢাকা: আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেপ্টেম্বরে মাঠে নামবে সেলেকাওরা। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সে ম্যাচে ব্রাজিলের হয়ে কারা সুযোগ পাবেন তা জানা যাবে ১৩ আগস্ট।

এদিন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা ২৩ সদস্যের দল ঘোষণা করবেন। বিশ্বকাপের বাছাইয়ে এ দলটিই রেখে দেবেন দুঙ্গা, এমনটিও আভাস পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দুর্নীতি কেলেঙ্কারির জন্য ম্যাচটি বাতিল করা হয়।

আর্জেন্টিনা জাতীয় দলের সহযোগী প্রতিষ্ঠানের এক ‍মুখপাত্র জানান, আর্জেন্টাইন দু’জন ব্যবসায়ী এ ম্যাচের অর্থ যোগান দিতে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির অভিযোগ থাকায় বর্তমানে তারা আর্জেন্টিনায় গৃহবন্দি।

এ কারণে সান ফ্রান্সিসকোতে ০৫ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করে দেওয়া হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের সিডিউল ঠিক থাকায় সেখানে সফরে যাবে নেইমার বাহিনী। ১৩ আগস্ট রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুঙ্গা তার ২৩ সদস্যের দল ঘোষণা করবেন বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এটিই হবে কোপা আমেরিকার পর দুঙ্গার অধীনে প্রথম কোনো ঘোষিত স্কোয়াড।

ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচের জন্য ভেন্যু নির্বাচন করা হয়েছে। ০৮ সেপ্টেম্বর ফক্সবার্গের ম্যাসাচুসেটসে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।