ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দুই মিলানের খেলায় এসি’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
দুই মিলানের খেলায় এসি’র জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শনিবার (২৫ জুলাই) রাতে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী দল এসি মিলান ও ইন্টার মিলান। তবে শেষ মুহূর্তে এসি মিলান দশ জনের দলে পরিণত হলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।



এদিন খেলার শুরু থেকেই দু’দল রক্ষণাত্বক হয়ে খেলতে থাকে। পরে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় মিলান শহরের দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬২ মিনিটে ফিলিপ ম্যাক্সেসের গোলে লিড পায় এসি মিলান। গিয়াকোমো বোনাভেন্চুরের অ্যাসিস্টে গোলটি করেন ফিলিপ।

এদিকে ম্যাচের ৮৫ মিনিটে এসি মিলান ফুটবলার অ্যান্তোনিও নোসেরিনো গুরুতর ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। আর দশ জনের দলে পরিণত হয় ইতালিয়ান জায়ান্টরা।

তবে নির্ধারিত সময়ের পর আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ইন্টারকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।