ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৫-১৬ প্রকল্পের আওতায় রোববার (২৬ জুলাই) থেকে দেশের ৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু করছে। যা চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।



শনিবার (২৬ জুলাই) বিকেএসপি সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিটি জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলার সংশ্লিষ্ট প্রশিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিভা অন্বেষণের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা জেলার বাছাই পরীক্ষা সাভার জিরানির বিকেএসপি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনূর্ধ্ব-১২ ও ১৪ বছর বয়সী আগ্রহী ছেলে-মেয়েরা আরচারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শুটিং, টেবিল টেনিস, কারাত, তায়কোয়ানদো, উশু ও ভলিবল এবং অনূর্ধ্ব-৮ ও ১২ বছর বয়সী ছেলে-মেয়েরা বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলার বাছাই পর্বে অংশ নিতে পারবে।

বাছাইকৃতদের প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের আরও একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে চলতি বছরে নতুন ১২০০ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
ইয়া/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।