ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর জন্য নাকচ ১২০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
রোনালদোর জন্য নাকচ ১২০ মিলিয়ন ইউরো! ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে ১২০ মিলিয়ন ইউরো দর হাঁকিয়েও সাড়া পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নদের প্রস্তাবকে এক বাক্যে নাকচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

আরবি সংবাদমাধ্যম ‘রোটানা’র বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে।

উক্ত সূত্রমতে, শনিবার (২৫ জুলাই) কাতারের রাজধানী দোহায় রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা করেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খলিফা। সেখানেই নাসেরের পক্ষ থেকে পেরেজকে এ প্রস্তাব দেওয়া হয়। তবে দলের সেরা তারকাকে হাতছাড়া করতে রাজি হননি তিনি। এজন্যই লোভনীয় প্রস্তাব পেয়েও তাতে সাড়া দেননি রিয়াল প্রেসিডেন্ট।

সাম্প্রতিক সময়ে বার্নাব্যুতে রোনালদোর অসন্তুষ্টির জের ধরেই তার ওপর দৃষ্টি রাখেন নাসের। তখন থেকেই পর্তুগিজ তারকাকে দলে আনতে প্রস্তুতি নেন। এর জের ধরেই পেরেজের সঙ্গে দেখা করে প্রস্তাব দেন। কিন্তু, লাভের বেলায় কিছুই হলো না।

তবে, এখনই নিরাশ হচ্ছেন না পিএসজি প্রেসিডেন্ট। রোনালদোর প্রতি তার আগ্রহটা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৮ সালে লস ব্লাঙ্কসদের সঙ্গে সিআর সেভেনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।