ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই

ঢাকা: ২০১৮ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইউরোপীয় অঞ্চলের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এর ড্র অনুষ্ঠিত হয়।

দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি একই গ্রুপে পড়েছে।

অন্যদিকে, ৯৮’র চ্যাম্পিয়ন ফ্রান্স ও তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসও একই গ্রুপে পরস্পরের মুখোমুখি হবে। ফ্রান্স-নেদারল্যান্ডসের সঙ্গে সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ ও লুক্সেমবার্গ থাকায় গ্রুপ ‘এ’ কে সবচেয়ে কঠিন বলা হচ্ছে।

মোট নয়টি গ্রুপে ভাগ হয়ে ইউরোপের দেশগুলো বাছাইপর্বে অংশ নেবে। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি মূল পর্বে উত্তীর্ণ হবে। আর প্লে-অফের মাধ্যমে সেরা আট রানার্সআপ থেকে চারটি দল রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ
গ্রুপ ‘এ’: ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ ও লুক্সেমবার্গ।
গ্রুপ ‘বি’: পর্তুগাল, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ফারো আইসল্যান্ড, লাতভিয়া ও আন্দোরা।
গ্রুপ ‘সি’: জার্মানি, চেক প্রজাতন্ত্র, নর্দান আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান ও সান মারিনো।
গ্রুপ ‘ডি’: ওয়েলস, অস্ট্রিয়া, সার্বিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড, মল্দোভা ও জর্জিয়া।
গ্রুপ ‘ই’: রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টেনেগ্রো, আর্মেনিয়া ও কাজাখাস্তান।
গ্রুপ ‘এফ’: ইংল্যান্ড, স্কটল্যান্ড, স্লোভেনিয়া, মাল্টা, লিথুনিয়া ও স্লোভাকিয়া।
গ্রুপ ‘জি’: স্পেন, ইতালি, ইসরাইল, আলবেনিয়া, লেইখটেন্সটেইন ও মেসেডোনিয়া।
গ্রুপ ‘এইচ’: বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, গ্রীস, এস্তোনিয়া ও সাইপ্রাস।
গ্রুপ ‘আই’: ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, ইউক্রেন, তুরষ্ক ও ফিনল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।