ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জেএফএ অনূর্ধ্ব-১৪ তে নারায়ণগঞ্জ-টাঙ্গাইলের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
জেএফএ অনূর্ধ্ব-১৪ তে নারায়ণগঞ্জ-টাঙ্গাইলের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় বালিকা চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে রোববার (২৬ জুলাই) জয় পেয়েছে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে চলমান চূড়ান্তপর্বের খেলার দ্বিতীয় দিনে রাজশাহী জেলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের পক্ষে অনুচিং একাই ৫টি গোল করেন।

দিনের দ্বিতীয় খেলায় টাঙ্গাইল জেলা ২-১ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। টাঙ্গাইলের দু’টি গোলই করেছেন মনিকা চাকমা। আর রংপুরের হয়ে এক গোল শোধ করেছেন রোকসানা।

মাঠে উপস্থিত ছিলেন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, মাফুজা নজরুল ও নাসরিন বেবি।
 
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইয়া/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।