ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

নেইমারের মতো খেলোয়াড় চায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
নেইমারের মতো খেলোয়াড় চায় ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদো সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরবেন কিনা তা সময়েই বলে দেবে। তবে, এ মুহূর্তে বিশ্বমানের একজন প্রভিভাবান খেলোয়াড়কে দলে নিতে চায় ম্যানইউ।

এমনটাই নিশ্চিত করেছেন রেড ডেভিলসদের কোচ লুইস ফন গাল।

ইতোমধ্যেই ফ্রেঞ্চ মিডফিল্ডার মরগান স্নেইডার্লিন, জার্মান তারকা বাস্তিয়ান শোয়েনস্টেইগার, ইতালিয়ান ডিফেন্ডার ম্যাত্তিও ডারমিয়ান, ডাচ উইঙ্গার মেম্পিস ডিপে ও আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে দলে ভিড়িয়েছে ম্যানইউ।

এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘এ মৌসুমে রোনালদোর ম্যানইউতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। ত‍াই আমাদের বিশ্বমানের ‍একজন খেলোয়াড় দরকার। আমরা মাঠে আরোও সৃজনশীলতা দেখাতে পারি। দলে ওয়েইন রনি, হুয়ান মাতা, মেম্পিস ডিপে, অ্যাশলি ইয়াং, আদনান জানুজাজ, জেমস উইলসন ও আন্দের হেরেরা রয়েছে। ইয়াং চমৎকার একটি মৌসুম পার করেছে। কিন্তু, সে তো আর নেইমার নন। আমরা তার মতোই একজনকে দলে ভেড়াতে চাই। ’

ডাচ কোচ আরও বলেন, ‘রোনালদো হয়তো ওল্ড ট্রাফোর্ডে আসবে। তবে এ মুহূর্তে তা সম্ভব নয়। কারণ, সে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলছে। ম্যানইউর অর্থ ব্যয়ের ওপরই তার ট্রান্সফারের বিষয়টি নির্ভর করছে। ’

ফন গাল উল্লেখ করেন, ‘চেলসিতে এডেন হ্যাজার্ড খেলে। সে সবসময় গোল করা ও করাতে সক্ষম। তাদের দলে অস্কার ও উইলিয়ানের মতো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। একই ভাবে ম্যানসিটিতে আছে সার্জিও আগুয়েরো। বার্সেলোনার হয়ে খেলছে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মতো বিশ্বসেরা তারকারা। এই ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ম্যানইউরও এ ধরণের খেলোয়াড় থাকা চাই। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।