ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০১৮’র রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে মিশন শুরু করবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে, এ ম্যাচে মাঠে নামতে পারবেন না সেলেকাওদের নিয়মিত অধিনায়ক নেইমার।



কোপা আমেরিকার ৪৪তম আসরে কলম্বিয়ার বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণ করায় নেইমারকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোপা আমেরিকার আসর থেকে ছিটকে পড়া নেইমার রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকবেন। চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামা হবে না বার্সার এ তারকার। তবে, তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে নেইমারকে।

লাতিন আমেরিকার দলগুলোকে নিয়ে ২০১৮’র বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। দশ দলকে নিয়ে গত পাঁচ আসরের ফরম্যাটেই খেলা হবে এখানে। যার মধ্যে চারটি দল সরাসরি অংশ নেবে রাশিয়ায়। পঞ্চম দলটিকে খেলতে হবে ওসেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের বিপক্ষে। প্রতিটি দলকে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে 'হোম অ্যান্ড অ্যাওয়ে' হিসেবে দুই লেগে খেলতে হবে ১৮টি ম্যাচ।

কার্লোস দুঙ্গার ব্রাজিল তাদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে। সান্তিয়াগোতে সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে নেইমারবিহীন ব্রাজিল। আর তৃতীয় ম্যাচে নেইমারের নেতৃত্বে এ বছরের নভেম্বরে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে সেলেকাওরা।

নিজেদের ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ দুঙ্গা বলেন, আমার ছাত্ররা কিছুটা চাপের মধ্যে রয়েছে। এখানের বাছাইপর্বের ম্যাচগুলো সবসময়ই কঠিন হয়। এবার আরও বেশি জটিল হবে, কারণ এখানের প্রতিটি দল নিজেদের খেলায় উন্নতি করেছে। অন্য দেশগুলোর ফুটবলাররা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে অভ্যস্ত।

লাতিন আমেরিকার দশটি দল: ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, ভেনেজুয়েলা, পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া এবং বলিভিয়া।

বাছাইপর্বে ব্রাজিলকে যাদের বিপক্ষে মুখোমুখি হতে হবেঃ

রাউন্ড ১: ব্রাজিল বনাম চিলি
রাউন্ড ২: ভেনেজুয়েলা বনাম ব্রাজিল
রাউন্ড ৩: ব্রাজিল বনাম আর্জেন্টিনা
রাউন্ড ৪: পেরু বনাম ব্রাজিল
রাউন্ড ৫: উরুগুয়ে বনাম ব্রাজিল
রাউন্ড ৬: ব্রাজিল বনাম প্যারাগুয়ে
রাউন্ড ৭: ব্রাজিল বনাম ইকুয়েডর
রাউন্ড ৮: কলম্বিয়া বনাম ব্রাজিল
রাউন্ড ৯: বলিভিয়া বনাম ব্রাজিল
রাউন্ড ১০: ব্রাজিল বনাম ভেনেজুয়েলা
রাউন্ড ১১: আর্জেন্টিনা বনাম ব্রাজিল
রাউন্ড ১২: ব্রাজিল বনাম পেরু
রাউন্ড ১৩: ব্রাজিল বনাম উরুগুয়ে
রাউন্ড ১৪: প্যারাগুয়ে বনাম ব্রাজিল
রাউন্ড ১৫: ইকুয়েডর বনাম ব্রাজিল
রাউন্ড ১৬: ব্রাজিল বনাম কলম্বিয়া
রাউন্ড ১৭: ব্রাজিল বনাম বলিভিয়া
রাউন্ড ১৮: চিলি বনাম ব্রাজিল

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।