ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রোনালদোকে টপকে গেছেন হ্যাজার্ড, সেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
রোনালদোকে টপকে গেছেন হ্যাজার্ড, সেরা মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ হোসে মরিনহোর মতে, তার ক্লাবের প্রধান অস্ত্র হলো এডেন হ্যাজার্ড। ব্লুজদের কোচ জানান, বর্তমান ফুটবল বিশ্বে হ্যাজার্জ রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গিয়েছে।

তবে, মরিনহো এটাও জানিয়ে দিয়েছেন, বর্তমানে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ধারেকাছে আর কোনো ফুটবলার নেই।

রিয়ালে ২০১০-১৩ পর্যন্ত কোচিং করিয়েছেন মরিনহো। সে সময় রোনালদো গুরু হিসেবে মরিনহোকে কাছে পেয়েছিলেন। গত মৌসুমে কোনো শিরোপার স্বাদ পাননি রোনালদো। অপরদিকে, বেলজিয়াম উইঙ্গার হ্যাজার্ড জিতেছেন গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।

এ প্রসঙ্গে চেলসির কোচ বলেন, এখন আর রোনালদোকে শীর্ষ দুই ফুটবলারের মাঝে রাখা যাচ্ছে না। কারণ, সে কোনো শিরোপা নিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করার সুযোগ পাচ্ছেনা। ‘ফ্যান্টাস্টিক’ রোনালদোকে যেখানে শিরোপার স্বাদ ছাড়াই মাঠে নামতে হবে, সেখানে হ্যাজার্ড ‘ফেভারিট’ দলের ‘অপ্রতিরোধ্য’ ফুটবলার হিসেবে মাঠে নামবে।

বিশ্ব ফুটবলের বর্তমান সেরা দুই ফুটবলারের যুদ্ধে মেসি আর রোনালদোর নাম বারবার চলে আসা প্রসঙ্গে মরিনহোকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গতবার রিয়াল কি কোনো শিরোপা জিতেছে? না, জেতেনি। ক্লাব পর্যায়ে শিরোপা ছাড়া কোনো ফুটবলারকে বিচার করা ঠিক নয়। মেসি ট্রেবল জিতেছে। তিন তিনটি শিরোপার স্বাদ নিয়ে সে নতুন মৌসুম শুরু করবে। দেশের জার্সি গায়ে বিশ্বকাপ আর কোপা আমেরিকার ফাইনালে খেলার টাটকা অভিজ্ঞতা নিয়ে সে বর্তমান ফুটবলে জড়িয়ে রয়েছে। একটি দারুণ মৌসুম শেষ করেছে মেসি এবং তার দল ও ক্লাব। শীর্ষ ফুটবলারের তালিকায় মেসির ধারেকাছে কেউ নেই বলে আমার মনে হয়।

বেলজিয়াম তারকা হ্যাজার্ড গত মৌসুমে চেলসির হয়ে ৫২ ম্যাচ খেলে গোল করেছেন ১৯টি। রিয়াল তারকা রোনালদো ক্লাবের হয়ে ৫৪ ম্যাচে করেছেন ৬১ গোল। আর বার্সার আর্জেন্টাইন তারকা মেসি ৫৭ ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি।

এ প্রসঙ্গে চেলসির হয়ে দুই মেয়াদে কোচিং করানো ইন্টার মিলান আর রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহো বলেন, গত মৌসুমে রোনালদো দারুণ খেলেছে। সে দারুণ ফুটবলার ছিল গত মৌসুমে। রিয়ালের হয়ে অনেক গোল করেছিল। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, রোনালদো গত মৌসুমে যত ভালই খেলুক না কেন, সে তার দলকে শিরোপা পাইয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ফুটবলারকে মাথায় রাখতে হবে, এককভাবে ভাল খেললেও দল যদি তাতে কোনো উপকার না পায়, তবে সেটি তার ব্যক্তিগত খেলায় বাজে প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।