ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্ল্যাটারকে নোবেল দেওয়া হোক: পুতিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ব্ল্যাটারকে নোবেল দেওয়া হোক: পুতিন ছবি: সংগৃহীত

ঢাকা: বরাবরই সেপ ব্ল্যাটারের পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তো ফিফা প্রেসিডেন্টকে প্রশংসার জোয়ারে পাহাড়ের চূড়ায় তুলেছেন।

ক্রীড়া সংগঠনে অবদানের স্বীকৃতিস্বরুপ ব্ল্যাটারকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন পুতিন।

সম্প্রতি দুর্নীতির দায়ে ফিফার বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক কর‍া হয়। সুইজারল্যান্ডে ফিফার ৬৫তম কংগ্রেস শুরুর প্রাক্ষালে তাদেরকে গ্রেফতার করায় এর সমালোচনা করেছেন পুতিন।

এর আগে ফিফা কর্মকান্ডে আমেরিকা নাক গলানোয় এর তীব্র সমালোচনা করেছিলেন পুতিন। ফিফার দুর্নীতি তদন্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত শনিবার (২৫ জুলাই) ফুটবলের গভর্নিং বডি পুতিনের সঙ্গে দেখা করে। সেখানেই তারা ঘোষণা দেয়, ফিফার পক্ষ থেকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য সর্বাত্মক সহায়তা করা হবে। সেদিনই ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়।

সুইস গণমাধ্যম আরটিএস’র মাধ্যমে পুতিন বলেন, ‘আমরা সবাই জানি, ব্ল্যাটারকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এখন অনেকটাই উন্নতির দিকে। আমি এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না। শুধু এতটুকু বলব, দুর্নীতির সঙ্গে ব্ল্যাটারের সংশ্লিষ্টতা আমি বিশ্বাস করি না। ’

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, মি. ব্ল্যাটারের মতো যারা বড় বড় ক্রীড়া সংগঠন ফিফা বা অলিম্পিক গেমসের প্রধান তাদেরকে বিশেষ স্বীকৃতি দেওয়া উচিৎ। এরাই নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার। ’

উল্লেখ্য, গত ২৯ মে পঞ্চমবারের মতো ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ব্ল্যাটার। কিন্তু, ক’দিন না যেতেই ২ মে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দেন এবং পরবর্তী নির্বাচনে উত্তরসূরীর হাতে দায়িত্ব ছেড়ে দেবেন বলেও সবাইকে নিশ্চিত করেন।

২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি পরবর্তী ফিফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্ল্যাটারবিহীন নির্বাচনটিতে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির প্রতিদ্বন্দ্বিতা করার জোড়ালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।