ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

একাডেমির জন্য ৩২ ফুটবলার বাছাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
একাডেমির জন্য ৩২ ফুটবলার বাছাই

ঢাকা: বয়সভিত্তিক পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বাফুফের ফুটবলার হান্ট চলছে বেশ কয়েক মাস ধরে। ঢাকায় ক্যাম্পেইনের মাধ্যমে সিলেট একাডেমির অনূর্ধ্ব-১৬ দলের জন্য সর্বশেষ ৩২ ফুটবলার বাছাই করেছে বাফুফে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় সিলেট একাডেমির উদ্দেশ্যে যাত্রা করে এসব কিশোর ফুটবলাররা।

ফুটবলারদের গড়ে তোলার জন্য বয়সভিত্তিক পর্যায় থেকেই উন্নত প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে বাফুফের উদ্যোগে সিলেটে দেশের প্রথম ফুটবল একাডেমি চালু হয়েছে। সেজন্য দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবলার খুঁজে বের করে সিলেট একাডেমির অনূর্ধ্ব-১৬ দলের জন্য ৩২ ফুটবলার বাছাই করেছে বাফুফে।

ক্যাম্পে থাকা তরুণ ফুটবলারদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাফুফে কোচরাও। ওদিকে দেশের মাটিতে এ বছর অনুষ্ঠিত হবে সাফ ও এফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট।

স্বাধীনতার ৪৩ বছর পরও বাংলাদেশে কোন ফুটবল একাডেমি ছিল না। অবশেষে বিলম্বে হলেও ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়। এই একাডেমিতে অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৬ এবং ১৭ ক্যাটাগরির ফুটবলারদের গড়ে তোলা হবে। শেষের ক্যাটাগরির ফুটবলারদের গড়ে তোলা হবে জাতীয় দলে খেলার লক্ষ্যে। অনূর্ধ্ব-১৭ দলটি এশিয়ান গেমসের জন্য এবং অনূর্ধ্ব-১৫ দলটি ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।