ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রংপুরের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
রংপুরের বড় জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ‘জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের মঙ্গলবারের (২৮ জুলাই) খেলায় বড় জয় পেয়েছে রংপুর দল।

বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ৬-০ গোলে হারায় রাজশাহীকে।

বিজয়ী দলের রোকসানা ও শাপলা জোড়া গোল করে। এছাড়া একটি করেন গোল করে রত্না ও মৌসুমী।

একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় টাঙ্গাইল ২-২ গোলে ড্র করে নারায়ণগঞ্জের সঙ্গে। টাঙ্গাইলের কৃষ্ণা রাণী জোড়া গোল করেন। আর নারায়ণগঞ্জের মাথুই চিং ও অনুচিং মারমা  একটি করে গোল করেন।  
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।