ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ওয়ার্ল্ড আরচারিতে রুমান সানা তৃতীয় রাউন্ডে

স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ওয়ার্ল্ড আরচারিতে রুমান সানা তৃতীয় রাউন্ডে

ঢাকা: ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠানরত ‘ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপস’-এর র‌্যাংকিং রাউন্ডের খেলায় ইলিমিনেশনের প্রথম রাউন্ডে বাংলাদেশের রুমান সানা (৩৩তম র‌্যাংকিং) দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার পোপোভিক লুকা-কে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হন।

তৃতীয় রাউন্ডে রুমান সানা ইতালির মাওরে নেসপলির বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করবেন।



এছাড়া কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে বিভিন্ন দেশের ১১৯ আরচারের মধ্যে বাংলাদেশের সুমন কুমার দাস ৭২০ এর মধ্যে ৬২৪ স্কোর করে ১০৯তম, রাম কৃষ্ণ সাহা ৬২১ স্কোর করে ১১০তম ও অলিউল ইসলাম ৬০৮ স্কোর করে ১১৩তম র‌্যাংকিংয়ে অবস্থান করছেন।

কম্পাউন্ড ডিভিশনে ৠাংকিং রাউন্ডে মহিলা সেকশনে ৯৭ আরচ্যারের মধ্যে বাংলাদেশের সুস্মিতা বনিক ৬৩০ স্কোর করে ৯৩তম র‌্যাংকিংয়ে অবস্থান করছেন।

মহিলা সেকশনে বাংলাদেশের শ্যামলী রায় (৮১তম র‌্যাংকিং) জাপানের নাগামিনে শাওরির (৩২তম র‌্যাংকিং) সঙ্গে, কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে সুস্মিতা বনিক (৯৩তম র‌্যাংকিং) ইলিমিনেশন রাউন্ডে যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল গাওভিনর (২০তম র‌্যাংকিং) সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।