ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বড় জয়ে সেমিফাইনালে ময়মনসিংহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বড় জয়ে সেমিফাইনালে ময়মনসিংহ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলায় বড় জয় পেয়েছে ময়মনসিংহ দল। বুধবার (২৯ জুলাই) বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ১০-০ গোলে হারায় সাতক্ষীরাকে।



বিজয়ী দলের সাজেদা হ্যাটট্রিকসহ একাই করেন চার গোল। এছাড়া মারজিয়া ২টি, কল্পনা, সানজিদা, মারিয়া মান্দা ও তহুরা একটি করে গোল করেন।

ময়নসিংহ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে (১২ পয়েন্ট) এবং দিনাজপুর একই গ্রুপের রানার্সআপ হিসেবে (৪ পয়েন্ট) সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।  

একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় দিনাজপুর ৪-০ গোলে হারায় খুলনাকে। বিজয়ী দলের বিলকিস, আশা, মাধুর্য, রুনা লায়লা একটি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।