ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

এসএ গেমসে আরও তিন ডিসিপ্লিনের প্রশিক্ষণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসএ গেমসে আরও তিন ডিসিপ্লিনের প্রশিক্ষণ

ঢাকা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং এ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসএ গেমসে আরও তিন ডিসিপ্লিনের প্রশিক্ষণের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আরেকটি সভায় এ তিনটি ডিসিপ্লিনের প্রশিক্ষণ শুরু করার দিন, তারিখ এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে।



ডিসিপ্লিনগুলো হল: তায়কোয়ানদো, ভারোত্তোলন এবং কুস্তি।

১২ পুরুষ ও ৮ মহিলা তায়কোয়ান্দো খেলোয়াড় এবং ৩ কোচ নিয়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে। পরদিন আর্মি স্টেডিয়ামের জিমনেশিয়ামে শুরু হবে ভারোত্তোলনের প্রশিক্ষণ। ১২ পুরুষও ১২ মহিলা ভারোত্তোলকদের প্রশিক্ষণ দেবেন ৪ কোচ। ১৩ আগস্ট ৩ কোচের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ১৬ পুরুষ এবং সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থায় ৯ মহিলা কুস্তিগীরদের কুস্তি প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, টেবিল টেনিস, কাবাডি, শ্যুটিং, সাঁতার ও ভলিবল ডিসিপ্লিনের প্রশিক্ষণ শুরু করার দিন তারিখ এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।