ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না আকমল-রেজোয়ান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না আকমল-রেজোয়ান ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিটিশ পাসপোর্টধারী দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলার আকমল আলী ও রেজোয়ান আহমেদ আপাতত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ডাক পাচ্ছেন না। জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু এমনটাই জানিয়েছেন।



গত ২৯ জুলাই ওয়েলস প্রবাসী রাইটব্যাক আকমল ও লেফটব্যাক রেজোয়ান ঢাকায় আসেন। এরপর থেকে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে ট্রায়াল দেন তারা। ট্রায়াল শেষে শনিবার (০৮ আগস্ট) তারা চলে যাবেন ওয়েলসে।

দুই প্রবাসী খেলোয়াড় সম্পর্কে টিটু  জানান, ‘জাতীয় দলে খেলতে হলে তাদের আরো ভালো পারফর্ম করতে হবে। তবে তাদের যোগাযোগ রাখতে বলেছি। পরে তারা ভিডিও পাঠালে পারফরম্যান্স পর্যালোচনা করে জানানো হবে। ’

তবে, জাতীয় দলের জন্য বিবেচিত না হলেও আগামীতে বয়সভিত্তিক টুর্নামেন্ট হলে তাদের ডাকা হতে পারে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।