ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
লিভারপুলের শুভ সূচনা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে আর্সেনাল ২-০ গোলে হেরে গেলেও জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর একমাত্র গোলে স্টোক সিটিকে ১-০ গোলে হারায় অল রেডসরা।



ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি সোমবার (১০ আগস্ট) রাতে মাঠে নামছে। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। এর আগে ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও জয় দিয়ে মৌসুম শুরু করে। কিন্তু, সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে শুরুতেই হোঁচট খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।

ব্রিটান্নিয়া স্টেডিয়ামে স্বাগতিক স্টোক সিটি ও লিভারপুল দুদলই গোলশূণ্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। উপস্থিত প্রায় ২৮ হাজার দর্শক খেলার ফলাফল হয়তো ড্র-ই ধরে নিয়েছিলেন।

কিন্তু, নির্ধারিত সময়ের চার মিনিট আগে ডিফেন্ডার জো গোমেজের পাস থেকে স্টোকের জালে বল পাঠান কুতিনহো। মুহূর্তেই যেন গোটা গ্যালারি স্তব্ধ হয়ে যায়। এক গোলে পিছিয়ে থেকে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। তাই কাঙ্ক্ষিত জয় নিয়ে মৌসুমে শুভসূচনা করে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

লিভারপুলের পরবর্তী ম্যাচ এএফসি বার্নামাউথের বিপক্ষে। অ্যানফিল্ডে ১৭ আগস্টের ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।