ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রজারকে ছাড়াই রজার্স কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
রজারকে ছাড়াই রজার্স কাপ রজার ফেদেরার / ছবি : সংগৃহীত

ঢাকা: পরের মাসে শুরু হতে যাওয়া রজার্স কাপ থেকে নিজের প্রত্যাহার করে নিয়েছেন টেনিসের তারকা রজার ফেদেরার। ৩১ আগস্ট থেকে শুরু হবে আসন্ন রজার্স কাপের হাইভোল্টেজ টুর্নামেন্ট।



ক্রীড়াসূচি নিয়ে সমস্যার জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেদেরার। মনট্রিলের এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের প্রসঙ্গে এক বিবৃতিতে ফেদেরার জানান, মনট্রিলে খেলতে পারব না বলে হতাশ লাগছে। কারণ এই শহর আর টুর্নামেন্টটি আমার প্রিয় একটি টুর্নামেন্ট। এখানে আমার বহু সমর্থক রয়েছেন, যাদের আমি খুব ভালবাসি।

ফেদেরার একই সঙ্গে ভবিষ্যতে মনট্রিলে খেলতে আসবেন বলে আশা প্রকাশ করেন।

১৭টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরারকে ছাড়াই তাই শুরু করতে হবে টেনিসের এ আসরটিকে। আর এজন্য বেশ হতাশ টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।