ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মাফিয়াদের বিরুদ্ধে ম্যারাডোনার যুদ্ধের ডাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
মাফিয়াদের বিরুদ্ধে ম্যারাডোনার যুদ্ধের ডাক দিয়েগো ম্যারাডোনা / ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের ঘোরবিরোধী দিয়েগো ম্যারাডোনা আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান বলে জানিয়েছেন। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর প্রেসিডেন্ট হলে মাফিয়াদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন বলেও জানান।



পরবর্তী নির্বাচনে ম্যারাডোনা লড়বেন বলে ক’দিন আগেই জানিয়েছিলেন উরুগুইয়ান সাংবাদিক ভিক্টর হুগো মোরালেস। ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল চলাকালে একটি টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপকের ভূমিকায় থাকেন ম্যারাডোনা। তার সহ-উপস্থাপকের দায়িত্ব পালন করেন মোরালেস। সেখানেই ম্যারাডোনা ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানান মোরালেস।

নির্বাচনে লড়ার আগ্রহ জানিয়ে ম্যারাডোনা বলেন, আমি প্রেসিডেন্ট হলে ফুটবলাররা আমার কাছ থেকে সবধরণের সমর্থন পাবে। আর ফুটবলাররা আমাকে সমর্থন দেবে বলে বিশ্বাস করছি। যারা ফিফার অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব।

ফিফার দুর্নীতি নিয়ে সমালোচনা করা ম্যারাডোনা আরও যোগ করে বলেন, আমি ফিফায় যেতে চাই। সত্যিই যদি সেখানে যেতে পারি তবে, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সব কিছু লুটে খাচ্ছে। সকল আর্জেন্টাইনদের বলছি, ফিফায় গিয়ে ব্যর্থ হব না, কারণ এখনও আমি যথেষ্ট শক্তি ধরে রেখেছি। কঠিন সময়েও আমি নিজের শক্তি ধরে রাখতে পারি।

এর আগে ফিফা নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্ল্যাটার। কিন্তু, ক’দিন পরই তিনি পদত্যাগ করেন। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি সহ ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জিকো ও লাইবেরিয়ার ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মুসা বিলিতি ফিফার প্রেসিডেন্ট পদে লড়তে আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।