ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়ার জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ডি মারিয়ার জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্লাব ছাড়ার সম্ভাবনাও জোড়ালো হচ্ছে। জোর গুঞ্জন উঠছে, খুব শিগগিরই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেবেন এ আর্জেন্টাইন মিডফিল্ডার।

তবে তার আগে জরিমানা গুনতে হচ্ছে ডি মারিয়াকে।

গত মৌসুমে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ডি মারিয়া। কিন্তু, মাত্র এক মৌসুম শেষেই এখন তার ম্যানইউ অধ্যায়ও শেষের পথে!

সম্প্রতি প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় ম্যানইউ। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দিতে বিমানের ফ্লাইট মিস করেন ডি মারিয়া। ধারণা করা হচ্ছে, ইচ্ছা করেই তিনি এমনটি করেছেন। এর জের ধরেই তার দু’সপ্তাহের বেতন বাবদ তিন লক্ষ ৬০ হাজার পাউন্ড কর্তন করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ডি মারিয়া ঠিক কি কারনে ক্লাবের সঙ্গে যোগ দেননি তা এখন পর্যন্ত অজানাই থেকে গেল। রেড ডেভিলসদের কোচ লুইস ফন গাল বলেছিলেন, ‘ডি মারিয়ার ফ্লাইট মিস করার কারণ আমার জানা নেই। তার পরিকল্পনার কথাও আমরা জানি না। ’

অন্যদিকে, পিএসজি কোচ লঁরা ব্লাঁ উল্লেখ করেন, ‘সবাই জানে ম্যানইউর সঙ্গে আমাদের আলোচনা চলছে। দুটিই বড় ক্লাব। ডি মারিয়াকে দলে ভেড়ানোটা কঠিন হবে। তবে মনে হচ্ছে আমরা চূড়ান্ত চুক্তি সম্পন্নের শেষ পর্যায়ে চলে এসেছি। ’

একটি সূত্রমতে, কয়েকদিনের মধ্যেই ৬২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসে উড়াল দেবেন ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।