ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নের তুরুপের তাস হবেন ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বায়ার্নের তুরুপের তাস হবেন ভিদাল

ঢাকা: সদ্যই আর্জেন্টিনাকে হারিয়ে ঘরের মাঠে জাতীয় দল চিলির হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আরতুরো ভিদাল। পুরো আসরে দেখিয়েছেন নিজের ছন্দময় ফুটবল।

আর এমন নজর কাড়া পারফরম্যান্সের পর জুভেন্টাস থেকে ভিদালকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

এদিকে ভিদালের জাতীয় দল সতীর্থ মাউরিসিও পিনিল্লা মনে করেন, কোন সন্দেহ নেই বায়ার্নে সে নিজেকে প্রমাণ করবে। তার মতে এ মিডফিল্ডার যেখানেই যায় সফলতা তার পেছনে থাকে।

এ মৌসুমেই সিরিআ লিগের চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের জন্য বাভারিয়ানদের দলে পাড়ি জমান ভিদাল। এর আগে ২০১১ সালে বায়ার লেভারকুসান ছেড়ে তুরিনে এসেছিলেন ২৮ বছরের এ তারক। আর গত মৌসুমে পর্যন্ত দারুণ ধারাবাহিক ছিলেন তিনি।

ভিদালের প্রশংসা করে পিনিল্লা বলেন, ‘ভিদাল যেখানেই যান না কেন, সে সব সময়ই ভালো খেলে। সে দারুণ একজন ফুটবলার। সেই সঙ্গে মানুষ হিসেবেও সে অসাধারণ। তাকে যেই দলেই নেয়া হোক, সে তার নিজস্ব শৈলীতে খেলবে। ’

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগষ্ট ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।