ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মেসির সঙ্গে খেলে গর্বিত ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মেসির সঙ্গে খেলে গর্বিত ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবল ইতিহাসেরই সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। বিশ্বের অনেক ফুটবলার আছেন যারা ইনিয়েস্তাকে অনুকরণ করেন।

কিন্তু, স্প্যানিশ তারকাও একজনকে সতীর্থ হিসেবে পেয়ে অভিভূত। তিনি আর কেউ নন, বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

মেসির সঙ্গে একসঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন ইনিয়েস্তা। ‘গত ১১ বছর ধরে চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে সতীর্থ হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমরা দুজনই অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। একে অপরকে বেশ ভালোভাবেই চিনি। ’

বার্সা মিডফিল্ডার উল্লেখ করেন, ‘সত্য কথা বলতে, মেসিকে সতীর্থ হিসেবে পাওয়াটা বিরাট সম্মানের। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। লিও সব সময়ই আমার কাছে অনন্য হয়ে থাকবে। আশা করছি, তার সঙ্গে আরো লম্বা সময় ধরে খেলতে পারব। ’

২০০২ সালে বার্সার মূল দলে অভিষিক্ত হন ইনিয়েস্তা। দুবছর পর মেসি। দুজনই কাতালানদের সোনালী সময়ের সাক্ষী হয়ে থাকবেন। তাদের হাত ধরেই বহু শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। ইনিয়েস্তা যেমন মধ্যমাঠ শাসন করেন, ঠিক তেমনি আক্রমণভাগে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখেন মেসি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।