ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৯ আগষ্ট থেকে সিলেটে শুরু হচ্ছে 'অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ'। এ আসরে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত আর শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপে লড়বে মালদ্বীপ, নেপাল ও আফগানিস্তান।

শনিবার (০১ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এর ড্র অনুষ্ঠান হয়। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সত্যজিত দাস রূপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সাফের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সমন্বয়ক ফজলুর রহমান বাবুল, সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম, সাবেক ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু।

আসন্ন প্রতিযোগিতা ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে। এবার টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। গত আসরের সেমিফাইনালিস্ট ৪ দলকে আলাদা করে রেখে ড্র অনুষ্ঠিত হয়।

সাফের প্রথম দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল নেপালে। এর মধ্যে ২০১১ সালে প্রথম আসরে ৬ দলের মধ্যে বাংলাদেশ চতুর্থ ও ২০১৩ সালে দ্বিতীয় আসরে ৭ দলের মধ্যে তৃতীয় হয়েছিল।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় জানান, 'বৃষ্টি ও সার্বিক বিষয়কে মাথায় রেখে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টির কারণে কোন ম্যাচ স্থগিত হয়, তাহলে পরের দিন সকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। '

তিনি আরও জানান, 'টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৫ হাজার ডলার। আর আয়োজক হিসেবে বাংলাদেশ পাবে ৫০ হাজার ডলার। জয়ী দল কোনো প্রাইজমানি না পেলেও তাদের ট্রফি দেয়া হবে। '

অনূর্ধ্ব-১৬ সাফের গ্রুপিং:

গ্রুপ 'এ' : বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা
গ্রুপ 'বি': মালদ্বীপ, নেপাল ও আফগানিস্তান

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।