ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জাপানিজ ক্লাবকে টাইব্রেকারে হারাল অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
জাপানিজ ক্লাবকে টাইব্রেকারে হারাল অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: অপেক্ষাকৃত শক্তিশালী দল স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সমতায় ফিরেও পেনাল্টি শুটআউটে হেরেছে জাপানের শীর্ষ ক্লাব সাগান তোসু। জাপানের মাঠে দুই দলের ক্লাব প্রীতিম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-১ এ জয় তুলে নেয় দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো।



সিমিওন শুরুর একাদশে মাঠে নামান ময়া, গ্যামেজ, সেভিক, লুকাস, সিকুইরা, সাউল, কোকে, ক্যারাসকো, অলিভার, রাউল গার্সিয়া, ফার্নান্দো তোরেসকে। এছাড়া আরও ছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান, গ্যাবি, থিয়াগো আর লুসিয়ানো ভিয়েত্তো। নির্ধারিত সময়ে দলের একমাত্র গোলটি করেন কোকে। আর জাপানিজ ক্লাবটির হয়ে একমাত্র গোল আসে তামুরা থেকে।

ম্যাচের ১৮ মিনিটের মাথায় লিড নেয় অ্যাতলেতিকো। কোকের গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক খেলেও আর কোনো গোলের দেখা পায়নি সিমিওন শিষ্যরা। উল্টো ম্যাচের শেষ সময়ে গোল খেয়ে বসে তারা।

খেলার ৮২ মিনিটে সমতায় ফেরে সাগান তোসু। পেনাল্টি এরিয়া থেকে গোলটি করেন তামুরা। ফলে, ম্যাচটি সরাসরি গড়ায় টাইব্রেকারে। আর তাতে অ্যাতলেতিকোর সেরা অস্ত্র অ্যান্তোনিও গ্রিজম্যান, গ্যাবি, থিয়াগো আর লুসিয়ানোর প্রথম চার শটে গোল পায় দলটি।

অপরদিকে প্রথম দুই শটে গোল করতে পারেনি সাগান তোসু। দ্বিতীয় শটটি রুখে দেন অ্যাতলেতিকোর গোলরক্ষক ময়া। তৃতীয় শটটি থেকে জাপানিজ ক্লাবটি গোল পেলেও তা শুধু ব্যবধানই কমাতে পারে। ৪-১ এর ব্যবধান নিয়ে জয় তুলে নেয় অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।