ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

খেলরত্নের জন্য মনোনীত সানিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
খেলরত্নের জন্য মনোনীত সানিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জা। চলতি বছর দারুণ ফর্মে থাকা সানিয়াকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রি।



শনিবার (০১ আগস্ট) উইম্বলডন ডাবলসের চ্যাম্পিয়ন সানিয়া মির্জাকে এ সম্মানের জন্য মনোনীত করা হয়।

গত জুলাইয়ে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন খেতাব জেতেন সানিয়া মির্জা।

দেশটির ক্রীড়া সম্পাদক অজিত স্মরণ জানিয়েছেন, খেলরত্ন পুরস্কারের জন্য সানিয়ার নাম মনোনয়ন করা হতে পারে, এটা আগেই ধারণা করা হয়েছিল। সানিয়া অবশ্য এ পুরস্কারের জন্য ব্যক্তিগতভাবে আবেদন করেননি। ৫.৩ ধারা মেনে সানিয়ার হয়ে ক্রীড়ামন্ত্রীই সানিয়ার নাম মনোনীত করেছেন। আরও নয়জন অ্যাথলেট মনোনয়ন পেতে ব্যক্তিগতভাবে আবেদন করেছেন।

ডাবলসে বিশ্বের এক নম্বর এ তারকা চলতি বছর অল ইংল্যান্ডের কোর্টে গ্র্যান্ডস্ল্যাম জেতা ছাড়াও তিনটি মেজর ট্রফি জিতেছেন। ২০০৪ সালে অর্জুন পুরস্কার পাওয়া সানিয়া ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।