ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মার্শেইর কাছে হেরে শিরোপা বঞ্চিত জুভিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
মার্শেইর কাছে হেরে শিরোপা বঞ্চিত জুভিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে অলিম্পিক মাশেইর কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। প্রীতি ম্যাচ হলেও এ খেলাটি ছিল রবার্ট লুইস-ডারফিয়ুস ট্রফির খেলা।

তাই লিগ ওয়ানের ক্লাবটির কাছে হেরে শিরোপা বঞ্চিত রইল সিরিআ লিগের চ্যাম্পিয়নরা।

স্তেদে ভেলোদেমায় ম্যাচের প্রথম থেকেই সফরকারীদের চেপে ধরে মার্শেই। আর খেলার ৩৫ মিনিটে রোমানিয়া আলেসান্দ্রিনি গোল করলে লিড নেয় স্বাগতিকরা।

এদিকে ম্যাচের ৪৪ মিনিটে জুভি ফুটবলার স্টেফেন লিচেস্টিনার ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। আর দশ জনের দলে পরিণত হয় ইতালির চ্যাম্পিনরা। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মার্শেই।

বিরতি থেকে ফিরে জুভিরা ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও উল্টো খেলার ৮৪ মিনিটে আব্দেল স্বাগতিকদের হয়ে গোল করলে লিড দ্বিগুন করে দলটি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ ‍পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়নো অ্যালিগ্রির শিষ্যরা।

বাংল‍াদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগষ্ট ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।