ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

লিঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
লিঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে লিঁওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ী দলটি এদিন মৌসুমের শুরুতেই আবারো ট্রফি হাতে নেওয়ার সৌভাগ্য হলো।



স্তেদে সাপুটো স্টেডিয়ামে এদিন খেলার শুরুতেই জ্বলে ওঠে পিএসজি। এরই সুবাদে ম্যাচের মাত্র ১১ মিনিটেই সার্জিও আউরের গোলে এগিয়ে যায় দলটি। আর ছয় মিনিট পরেই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের লিড দ্বিগুন করেন এডিনসন কাভানি। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া লিঁও ৬৪ মিনিটে বড় ধাক্কা খায়। দলের ফুটবলার ম্যাক্সিম গোনালওন্স গুরুতর ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখা। আর দশজনের দলে পরিণত হয় লিঁও।

তবে এ সুযোগ কাজে লাগাতে না পারলেও নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয়ে শিরোপা উৎসব করে লরা ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগষ্ট ০২, ২০১৫
এমএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।