ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

টাঙ্গাইলকে হারিয়ে ময়মনসিংহের শিরোপা জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
টাঙ্গাইলকে হারিয়ে ময়মনসিংহের শিরোপা জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কর্দমাক্ত মাঠে বলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ময়মনসিংহের ক্ষুদে নারী ফুটবলাররা জয় তুলে নিয়েছে। টাঙ্গাইল জেলাকে ফাইনাল ম্যাচে ২-০ গোলে হারায় ময়মনসিংহ।



রোববার (০২ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথম থেকে ক্ষুদে নারী ফুটবলাররা নিজেদের মেলে ধরেন। তবে, মাঠে অতিরিক্ত কাঁদা জমে থাকায় নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারছিলেন না দুই দলের ফুটবলাররা।

ম্যাচের ১৮ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন সানজিদা। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় মকবুল হোসেনের ছাত্রীরা। টাঙ্গাইলের গোলরক্ষক তহুরার শট প্রথম দফায় ফিরিয়ে দেন। ফিরতি বলে শট নেন সাজেদা। তবে, তার শটটি ক্লিয়ার করেন টাঙ্গাইল দলের ডিফেন্ডাররা। ডি বক্সের মধ্যে বল পেয়ে সানজিদা শট নিলে তা টাঙ্গাইলের জালে জড়িয়ে যায়।

ম্যাচের ২৯ মিনিটে দ্বিতীয় গোল করেন সাজেদা। ডানপ্রান্তে তহুরার কাটব্যাক থেকে বল পেয়ে শট নেন তিনি। আর তাতেই ব্যবধান বাড়ানো গোলটি আসে। ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে এ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ময়মনসিংহ।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়া ময়মনসিংহ জেলা দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। এ সময় রানার্সআপ দলকেও ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু প্রমূখ।

এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে সেরা গোলদাতা হয়েছেন ময়মনসিংহের মার্জিয়া। আর টুর্মানেন্টে মোস্ট-ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মার্জিয়া-সানজিদার সতীর্থ মারিয়া মান্ডা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।