ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আইওসি থেকেও ব্ল্যাটারের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
আইওসি থেকেও ব্ল্যাটারের পদত্যাগ সেপ ব্ল্যাটার / ছবি: সংগৃহীত

ঢাকা: এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আসনও ছেড়ে দিলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। এর আগে ৭৯ বছর বয়সী ব্ল্যাটার আর্থিক দুর্নীতির দায়ে ফিফা থেকে পদত্যাগ করেন।



জানা যায়, আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপাতত অলিম্পিক কমিটির আসন ছেড়ে দিয়েছেন ব্ল্যাটার। পরের বছর ২৬ ফেব্রুয়ারি ফিফা’র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ জানান, শেষ আট বছর ধরে ব্ল্যাটার আইওসি’র সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। সাত মাস পরেই তার মেয়াদ শেষ হয়ে যেতো। ১৯৯৯ সাল থেকে ব্ল্যাটার এখানে নিয়োজিত থাকলেও কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে যোগ দেননি তিনি।

এ বছরের ২৯ মে ফিফার প্রেসিডেন্ট হিসেবে ব্ল্যাটার পঞ্চম বারের মতো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে, তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ০২ জুন পদত্যাগের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।