ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এই বার্সা শতভাগ নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
এই বার্সা শতভাগ নয়

ঢাকা: গত মৌসুমে ট্রেবল জয়ের পর নতুন মৌসুম শুরুর আগে পরপর তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করেছে স্প্যানিশ জায়ান্ট দল বার্সেলোনা। কাতালানদের এমন পারফর্মে তৃতীয় হারের ম্যাচের পর দলটির কোচ লুইস এনরিক জানালেন, এটি কাতালানদের সেরা দল নয়।



যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক এলএ গ্যালাক্সিকে হারিয়ে নতুন মৌসুমে ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিল এনরিকের শিষ্যরা। তবে, পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির বিপক্ষেও হেরে বসে কাতালানরা। আর সর্বশেষ তারা চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে।

ফিওরেন্টিনার বিপক্ষে বার্সার হয়ে মাঠে নেমেছিলেন টার স্টেগেন, সার্জিও রবার্তো, পিকে, ভারমেলন, জরদি আলবা, ইভান রেকিটিক, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনহা, লুইস সুয়ারেজ, পেদ্রো, মুনির আল হাদ্দাদি, সান্দ্রো রামিরেজ, বারত্রা আর জরদি ম্যাসিপের মতো তারকারা।

তবে, এমন পারফর্মে মেজাজ হারিয়ে ফেলেননি এনরিক। জানিয়েছেন দলের এ পারফর্মে মোটেও অখুশি নন তিনি। কারণ হিসেবে বলতে গিয়ে এনরিক জানান, আমি শিষ্যদের ও দলকে নিয়ে কোনোরকম দুঃশ্চিন্তা করছি না। আমাদের বেশ কয়েকটি জায়গায় আরও বেশি করে কাজ করতে হবে। এখনও ডিফেন্স নিয়ে প্রচুর কাজের বাকী আছে।

কোপা আমেরিকার ৪৪তম আসর শেষে এখনও ক্লাবের হয়ে মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, জাভিয়ের মাশচেরানো। ব্রাজিলের নেইমার আর দানি আলভেজও নেই ক্লাবের ম্যাচে। আর কোপার চ্যাম্পিয়ন চিলিয়ান গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো এখনও বিশ্রামে রয়েছেন।

এনরিক আরও বলেন, সম্প্রতি আমাদের প্রতিদ্বন্দ্বীরা ম্যাচে তেমন কোনো সহজ সুযোগ পায়নি। এটা নিয়ে আমরা আরও পরিশ্রম করব। খুব ভালো হতো যদি ক্লাবের সবাইকে এক সঙ্গে পেতাম। তাহলে হয়তো বলতে পারতাম এটা শতভাগ বার্সা। যেহেতু বার্সা শতভাগ নিয়ে মাঠে নামতে পারছে না, সেহেতু আপনি বলতে পারেন না এই বার্সা খারাপ খেলেছে।

প্রথম মৌসুমেই দলকে ট্রেবল পাইয়ে দেওয়া কাতালানদের কোচ এনরিক আরও যোগ করেন, গত চারটি ম্যাচ থেকে আমি বেশ কয়েকটি দিক লক্ষ্য করেছি। আমরা যখন সুযোগ পেয়েছি, তখন ভালো সম্ভাবনা তৈরি করতে সক্ষম হয়েছি। কিন্তু আমাকে আরও কিছু বিষয়ে শিষ্যদের সংশোধন করতে হবে। শতভাগ দলকে পেলেই আমি আমার কাজ শুরু করব।

২০১১-১২ মৌসুমে রোমাকে কোচিং করানো এনরিকের শিষ্যরা এবার তারই সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন। এছাড়া উয়েফা সুপার কাপে ইউরোপা লিগজয়ী সেভিয়ার বিপক্ষে ১১ আগস্ট মাঠে নামবে বার্সা। দু’টি ম্যাচেই হয়তো এনরিক তার চাওয়া মতো ‘শতভাগ’ ছাত্রদের পাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।