ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অস্কার-ইসকোর জুভেন্টাস আগমন অসম্ভব!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
অস্কার-ইসকোর জুভেন্টাস আগমন অসম্ভব! ছবি: সংগৃহীত

ঢাকা: চেলসি তারকা অস্কার ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর জুভেন্টাস আগমন নিয়ে ইউরোপিয়ান ফুটবল পাড়ায় বেশ আলোচনা হচ্ছিল। তবে এমন সংবাদে পানি ঢেলে দিলেন সিরিআ চ্যাম্পিয়ন দলটির ব্যাবস্থাপনা পরিচালক গিয়ুসেপ্পে মারোত্তা।

তিনি জানান, এ মৌসুমে তাদের আগমন অসম্ভব।

এদিকে জুভি কোচ মাসিমিলিয়ানো অ্যালিগ্রি অবশ্য সম্প্রতি এ দুই ফুটবলারকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে কোন ফুটবলার যদি মৌসুমের আগে চলেও যায় তবুও এদের কেনার সুযোগ নেই বলে জানিয়েছেন মারোত্তা।

এক সাক্ষাতকারে মারোত্তা বলেন, ‘আমাদের দলের জন্য আমরা মিডফিল্ডার খুঁজছি। তবে বিশেষ কোন মিডফিল্ডারের আমাদের প্রয়োজন নেই। ’

তিনি আরো বলেন, ‘আমাদের দলে পল পগবা, ক্লাউদিও মার্চেসিও, সামি খেদিরা ও রোবের্টো পেরেইরার মত মিডফিল্ডার রয়েছে। আর পাওলো ডাইবায়ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। সুতরাং এমন সময় আমরা ইসকো ও অস্কারকে দলে ভেড়াবো না। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।