ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

মরিনহোর সমালোচনা, মেনে নিল এফএ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
মরিনহোর সমালোচনা, মেনে নিল এফএ ছবি: সংগৃহীত / হোসে মরিনহো

ঢাকা: প্রায়ই ম্যাচ হারলে ভিন্ন রকম অভিযোগ উপস্থাপন করেন হোসে মরিনহো। এবারও ব্যতিক্রম হলো না।

আর্সেনালের বিপক্ষে চেলসির কমিউনিটি শিল্ডের ম্যাচে ১-০ গোলে হারের পর ওয়েম্বলির মাঠকে দুষলেন স্পেশাল ওয়ান খ্যাত এ কোচ। তবে এবার তার এ দাবীকে মেনে নিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

গত মৌসুমের প্রিমিয়াল লিগ চ্যাম্পিয়ন চেলসি এবার নতুন মৌসুমের শুরুতেই হেরে শিরোপা বঞ্চিত হলো। এ ম্যাচে ব্লুজদের হারের পাশাপাশি মরিহোর অন্যরকম এক পরাজয়ও হলো। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের বিপক্ষে এতদিন অপরাজিত থাকার রেকর্ড হারালেন পর্তুগিজ এ কোচ। আগের ১৩ ম্যাচের কোনটিতেই হারেন নি সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

আর ওয়েঙ্গারের মুখে প্রথমবারের মত হাসি দেখে চুপ থাকতে পারলেন না মরিনহো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, মাঠটি ছিল ‘বিপর্যস্ত’।

এদিকে এফএ’র এক মুখপাত্র ওয়েম্বলির মাঠ উন্নতি করতে হবে জানিয়ে বলেন,‘মরিনহোর বক্তব্যে আমরাও একমত। আমরা এ মাঠের উন্নতি করার কাজ করবো। আশাকরি এটাকে খেলার উপযোগী করে তুলতে পারবো। ’

আগষ্টের শেষ দিকে ওয়েম্বিল মাঠে রাগবি লিগ চ্যালেঞ্জ কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর সেপ্টেম্বরে এটি আবারো ফুটবল খেলার উপযোগী করে তোলা হবে। ৮ সেপ্টেম্বর এ মাঠে ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোম‍ুখি হবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগষ্ট ০৩, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।