ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এশিয়া কন্টিনেন্টাল দাবায় জিয়ার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
এশিয়া কন্টিনেন্টাল দাবায় জিয়ার জয়

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শুরু হয়েছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ও মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং। ওপেন ও মহিলা বিভাগের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জয় পেলেও পরাজিত হয়েছেন আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব।



প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তাজিকিস্তানের আন্তর্জাতিক মাস্টার ইছাব জামসেদকে হারান। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব তাদের প্রথম খেলায় পরাজিত হন। জর্দানের আলাতার রাকন রাকিবকে এবং ভারতের গ্র্যান্ডমাস্টার সন্তোষ গুজরাটি রাজিবকে হারান।

আর মহিলা বিভাগে চীনের আন্তর্জাতিক মাস্টার জাই মোর কাছে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা হেরে যান।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ০৪ আগষ্ট, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।