ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নাপোলির নতুন চুক্তিতে হিগুইনের না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
নাপোলির নতুন চুক্তিতে হিগুইনের না ছবি: সংগৃহীত

ঢাকা: নাপোলির সঙ্গে চুক্তি মেয়াদ বাড়াচ্ছেন না গঞ্জালো হিগুইন। এমনটিই জানিয়েছেন এ স্ট্রাইকারের এজেন্ট।

আর্জেন্টাইন জাতীয় দলের এ তারকা ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সান পাওলোতে পাড়ি দিয়েছিলেন। আর বর্তমান চুক্তি অনুযায়ী আরো তিন বছরের মেয়াদ রয়েছে এই ইতালিয়ান ক্লাবটির সঙ্গে।

সাবেক রিয়াল তারকার ভাই নিকোলাস হিগুইন ও তার দায়িত্বে থাকা কমকর্তা নিশ্চিত করে জানিয়েছেন, নতুন করে নাপোলির সঙ্গে এক বছরের চুক্তি করছেন না তিনি। যদিও বর্তমানে সিরিআ লিগের ক্লাবটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনাও তার নেই।

এক সাক্ষাতকারে হিগুইনের ভাই বলেন, ‘আমরা ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে দশ দিন আগে বসেছিলাম। তিনি আমাদের এক বছরের চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে প্রস্তাব করেছিলেন। তবে এই মুহূর্তে আমরা মূল চুক্তিতে (২০১৮ পর্যন্ত) এগোতে চাই। ’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস গঞ্জালো নাপোলি ছেড়ে এখন যাবে না। সে এখন শুধুমাত্র দলের হয়ে ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যাশা করছে। এছাড়া বড় কোন ক্লাব আমাদের সঙ্গে কোন আলাপ করেনি। আর আমিও কারো সঙ্গে কথা বলিনি। ’

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।