ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

পেদ্রোকে দলে রাখতে চান এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
পেদ্রোকে দলে রাখতে চান এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা ফুটবলার পেদ্রো রদ্রিগেজকে নিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কমতি নেই। তবে, কাতালান কোচ লুইস এনরিক সাফ জানিয়ে দিয়েছেন, দলে নতুন মৌসুমে পেদ্রোকে দেখতে চান তিনি।



২৮ বছর বয়সী প্রেদোকে দলে ভেড়াতে ম্যানইউ উঠেপড়ে লেগেছে। কাতালান দলটির হয়ে ট্রেবল জেতা এ ফুটবলারকে নিতে ইংলিশ ক্লাবটি ৩০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজী। তবে, বার্সার হয়ে দ্বিতীয় মৌসুম শুরু করতে যাওয়া এনরিক জানিয়েছেন, পেদ্রো কাতালানদের ছেড়ে অন্যত্র পাড়ি দিক এটা আমি চাই না।

রোমা আর সেল্টাভিগোর সাবেক কোচ এনরিক তার শিষ্য প্রসঙ্গে বলেন, পেদ্রো একজন উঁচু স্তরের ফুটবলার। আর একজন কোচ হিসেবে আমি তাকে নিজের দলেই দেখতে চাই। তবে, সত্যি বলতে কোন দলকে নতুন মৌসুমের জন্য বেছে নেবে সেটা পেদ্রোর ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি কেউ এ মুহুর্তে দল থেকে বেরিয়ে যেতে চায়, আমি বাধা দেব না।

এদিকে, ম্যানইউয়ের কার্যনির্বাহীর সহ-সভাপতি এড উডওয়ার্ড জানিয়েছেন, বার্সার সঙ্গে পেদ্রোর ব্যাপারে তারা চুক্তির শেষ পর্যায়ে রয়েছে। ইংলিশ দলটির কোচ লুইস ফন গাল ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, নতুন মৌসুমে দলের শক্তি বাড়াতে পেদ্রোকে নিতে চান। ফন গাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, লিওনেল মেসি আর নেইমার মিলে বার্সাকে এগিয়ে নিতে সক্ষম। তাদের পেছনে খেলা পেদ্রোকে ম্যানইউতে ভেড়াতে আমার আগ্রহের সীমা নেই।

এখন দেখার বিষয় কাতালানদের হয়ে গত মৌসুমে ১৫ ম্যাচ খেলা পেদ্রো স্প্যানিশ নাকি ইংলিশ দলে তার নতুন মৌসুম শুরু করে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।