ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

স্বপ্ন নিয়ে উড়াল দিচ্ছে ক্ষুদে ফুটবলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
স্বপ্ন নিয়ে উড়াল দিচ্ছে ক্ষুদে ফুটবলাররা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০০ ফুটবলার থেকে তিনধাপে বাছাইকরে ১২ ফুটবলারকে নিয়ে গঠন করা হয় অনূর্ধ্ব-১২ ফুটবল দলটি। আর এ দলটি নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বপ্ন অফুরান।

তাদের মধ্য থেকেই ভবিষ্যত জাতীয় ফুটবলাররা উঠে আসবে বলে আশা ফুটবল কর্তাদের।

বুধবার (০৫ আগস্ট) সকালে এশিয়ান ফুটবল ফেস্টে অংশ নিতে ঢাকা ত্যাগ করবে অনূর্ধ্ব-১২ ফুটবল দল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এ আসরে ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ মোট ১৬ জনের একটি দল যাচ্ছে। ০৭ থেকে ১০ আগষ্ট পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলটির সকল সদস্য, কোচ, ম্যানেজারসহ বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়, বাফুফে সদস্য ফজলুল রহমান বাবু, সত্যজিত দাস রূপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ আসরে ১৫টি দেশের অনূর্ধ্ব-১২ ফুটবল দল অংশ নিচ্ছে। একটি পূর্ণ ফুটবল মাঠের অর্ধেক অংশ জুড়ে প্রতিদিন দুটি করে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। ১৫+১৫ করে মোট ৩০ মিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় অংশ নেবে। তবে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কারা, তা এখনও নির্ধারণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানান, 'এই ১২ ফুটবলারদের মা-বাবার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ তারা তাদের সন্তানদের এতদূরে খেলতে পাঠাচ্ছেন। তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। '

তিনি আরও জানান, 'এই দলটি দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসলে সিলেটে অবস্থিত বাফুফে একাডেমিতে অন্তর্ভুক্ত করা হবে। তাদের লেখাপড়ার বিষয়টি আমরাই দেখভাল করবো। '

মোনেম মুন্না ও জাহিদ হাসান এমিলির ভক্ত দলটির অধিনায়ক মেহেদী হাসান জানান, ' আমাদের লক্ষ্য দেশের সম্মান বজায় রাখা। আমাদের বিশ্বাস আমরা সকল দলকেই হারাতে পারবো। '

উল্লেখ্য, গত দুই মাস ধরে ১৬ ফুটবলারকে সিলেটের বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়। তাদের মধ্যে থেকেই ১২ ফুটবলারদের চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১২ জাতীয় ফুটবল দল: রকিবুল হাসান, হিরা আহমেদ, মো: মিরাজ, মো: রানা, রাশেদুল ইসলাম, মমিনুল ইসলাম তন্ময়, মেহেদী হাসান (অধিনায়ক), শাহরিয়ার কবির, সাগর চন্দ্র পত্র, মুরাদ হোসেন, মেহরাব হোসেন অপি ও রেজাউল করিম।

কোচ: মোস্তফা আনোয়ার পারভেজ

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৪ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।