ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রোমার বিপক্ষে ফিরছেন মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
রোমার বিপক্ষে ফিরছেন মেসি-নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে প্রতি বছরই ন্যু ক্যাম্পে আয়োজিত হয় হুয়ান গাম্পার ট্রফি। ক্লাবের প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের প্রতি সম্মান জানাতেই এ ম্যাচের আয়োজন।

এবারের পর্বে বার্সার প্রতিপক্ষ রোমা। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠে নামতে পারেন কাতালানদের তারকা জুটি লিওনেল মেসি ও নেইমার। কোচ লুইস এনরিক এরকম আভাসই দিয়েছেন।

ইতোমধ্যেই কোপা আমেরিকার ছুটি কাটিয়ে স্পেনে ফিরেছেন মেসি, নেইমার, মাশ্চেরানো, দানি আলভেজ ও ক্লদিও ব্রাভো। ছুটিতে থাকায় প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে লাতিন আমেরিকান তারকারা অংশ নেননি। তাই নতুন মৌসুম শুরুর আগে ঘরের মাঠেই হয়তো তারা নিজেদের ঝালিয়ে নেবেন।

এ ম্যাচের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে এনরিক। ২০১১-১২ মৌসুমে তিনি রোমার কোচ ছিলেন। তাই অচিরেই পুরনো ক্লাবের মুখোমুখি হচ্ছেন ৪৫ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।

মঙ্গলবার (০৪ আগস্ট) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘নেইমার ও মেসি শতভাগ ফিটনেস নিয়েই ক্লাবে ফিরেছে। তারা কিছু সময়ের জন্য হুয়ান গাম্পার ট্রফিতে খেলতে পারে। তবে, পুরো ম্যাচে তাদের খেলার সম্ভাবনা নেই। ’

দলের আরেক তারকা লুইস সুয়ারেজ প্রসঙ্গও তুলে ধরেন এনরিক। ‘প্রাক মৌসুমের শুরু থেকেই সুয়ারেজ দলের সঙ্গে আছে ও নিয়মিতভাবে খেলছে। গত বছরের এ সময়টিতে সে খেলতে পারেনি। কিন্তু, এবার তার সময়টা বেশ ভালো যাচ্ছে। সে দলের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ’

হুয়ান গাম্পার ম্যাচটি যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটিও উল্লেখ করতে ভোলেননি এনরিক। ‘আশা করছি, ম্যাচটি দর্শকরা বেশ উপভোগ করবে। গাম্পার স্মরণে আমাদের জন্য দিনটি স্পেশাল হয়ে থাকবে। প্রতিপক্ষ হিসেবে রোমা খুবই ভালো টিম। তাই নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে। ’

বুধবার (০৫ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১১ ‍আগস্ট উয়েফা সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। আর ১৪ আগস্ট স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে এনরিকের শিষ্যদের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেতিক বিলবাও।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।