ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এক পায়ের জাদু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
এক পায়ের জাদু (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল মাঠে খেলোয়াড়রা পায়ের কারিকুরি দেখিয়ে দর্শকদের করেন মুগ্ধ। কিন্তু, কারো যদি এক পা না থাকে তাহলে কি এমন মুগ্ধতা ছড়ানো সম্ভব? মাঠে না হলেও ইনডোরে অসাধারণ ট্রিক শটে তাক লাগিয়ে দিয়েছেন জস সান্ডকুইস্ট নামক এক ব্যক্তি।



ত্রিশ বছর বয়সী সান্ডকুইস্টের এক পা নেই। মাত্র ৯ বছর বয়সেই তিনি বাম পা হারান। তবে এক পা দিয়েই প্যারা-অলিম্পিকের স্কি রেসিংয়ে (বরফের ওপর দৌড় প্রতিযোগিতা) অংশ নিয়েছিলেন। ফুটবল বা বাস্কেটবল কৌশলেও যে কম যান না সেটিরও জানান দিয়েছেন দারুণ দক্ষতায়।

দুই হাত দিয়ে স্ট্যান্ডে ভর করে ফুটবলে কিক দিয়ে তা পেছন দিকে থাকা বাস্কেটবলের বাস্কেটে ফেলেছেন সান্ডকুইস্ট। তবে, এক চান্সেই তা করতে পারেননি। এর জন্য তাকে তিনশ বারেরও বেশি প্র্যাকটিস করতে হয়েছে!



বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।