ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় স্থানে জিয়া, জয় পেয়েছেন রাজিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
দ্বিতীয় স্থানে জিয়া, জয় পেয়েছেন রাজিব

ঢাকা: এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার মোহামেডান স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

দ্বিতীয় রাউন্ডে কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার আবদি জাপার সাথে জিয়া ড্র করেন।

জিয়া দুই খেলায় ১.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে বাংলাদেশের নৌ-বাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব দ্বিতীয় রাউন্ডে ইরাকের আব্দুল ওহাব আহমেদকে পরাজিত করেন, রাজিবের পয়েন্ট দুই খেলায় ১। অন্যদিকে বাংলাদেশ নৌ-বাহিনীর গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব শ্রীলঙ্কার গালাপাতি চীনথাকার সাথে ড্র করেন, রাকিব দুই খেলায় ০.৫ পয়েন্ট পেয়েছেন।

মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা এদিন জর্ডানের আশিল ওদেকে পরাজিত করেন, লিজা দুই খেলায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।