ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বার্সার চার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বার্সার চার অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাপারটি অনুমিতই ছিল। জাভি হার্নান্দেজের বিদায়ে স্থায়ীভাবে বার্সেলোনার অধিনায়ক হলেন আন্দ্রেস ইনিয়েস্তা।

অবশ্য, সতীর্থদের ভোটের ভিত্তিতেই তার কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে।

গত মৌসুম শেষে ১৭ বছরের বন্ধন ছিন্ন করে ন্যু ক্যাম্প ছেড়ে কাতারের আল সাদ ক্লাবে যোগ দেন জাভি। ৩৫ বছর বয়সী এ কিংবদন্তি মিডফিল্ডার সম্পূর্ণ স্বেচ্ছায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। বিদায়ী বছরে কাতালানদের হয়ে ট্রেবল জয়ের সুখস্মৃতি নিয়েই তিনি বার্সা অধ্যায়ের ইতি টানেন।

ঐতিহ্যগতভাবে বার্সা টিমে অধিনায়কের পাশাপাশি তিনজন সহ-অধিনায়ক থাকেন। লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের নাম নিশ্চিত। জাভি থাকা অবস্থায় এ দুজন তৃতীয় ও চতুর্থ অবস্থানে ছিলেন। দুইয়ে ছিলেন ইনিয়েস্তা।

অন্যদিকে, বার্সায় পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাশ্চেরানো। তাকেও সতীর্থরা ভোট দিয়ে নির্বাচন করেন। কোনো ম্যাচে যদি ইনিয়েস্তা-মেসি-বুসকেটস একই সঙ্গে অনুপস্থিত থাকেন তাহলেই তিনি অধিনায়কের আর্মব্র্যান্ড বা বাহুবন্ধনী পড়বেন।

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ক্লাবের সিনিয়র খেলোয়াড় হয়েও সহ-অধিনায়কের মর্যাদা পাননি ডিফেন্ডার জেরার্ড পিকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।