ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সাংহাইকে সহজে হারালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
সাংহাইকে সহজে হারালো অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যান্তোনিও গ্রিজম্যান আর ফার্নান্দো তোরেসের গোলে চীনের মাটিতে সাংহাইকে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের শিষ্যরা এ ম্যাচে সাংহাইকে ৩-০ গোলে হারায়।



প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে চীনে থাকা অ্যাতলেতিকোর হয়ে জোড়া গোল করেন গ্রিজম্যান। আর বাকী গোলটি করেন তোরেস।

শুরু থেকেই স্বাগতিক দলটিকে চেপে ধরে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের দশম মিনিটেই লিড নেয় অ্যাতলেতিকো। ফরাসি তারকা স্ট্রাইকার গ্রিজম্যান গ্যাবির থেকে লম্বা পাস পেয়ে গোল করে দলকে এগিয়ে নেন। খেলার ২৫ মিনিটের মাথায় আরেকবার সাংহাইয়ের জালে বল জড়িয়ে গ্রিজম্যান তার জোড়া গোল পূর্ণ করেন।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিমিওন শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটের মাথায় তোরেসের গোলে ব্যবধান বাড়ায় অ্যাতলেতিকো। ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।