ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অডি কাপের ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
অডি কাপের ফাইনালে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: টটেনহামকে ২-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।



প্রাক-মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও গ্যারেথ বেলের জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে  থাকবে। সাবেক ক্লাব টটেনহামের বিপক্ষে খেলতে নেমে তিনি খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। শেষদিকে রিয়ালের হয়ে একটি গোল করলেও নিজে থেকে কোনো উদযাপনে মাতেননি।

জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলা শুরুর প্রথম থেকে দু’দলই আক্রমণাত্বক ফুটবল উপহার দেয়। ৩৬ মিনিটে ইস্কোর অ্যাসিস্ট থেকে রিয়ালকে লিড এনে দেন কলম্বিয়ান মিডফিল্ডার জেমস রদ্রিগেজ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্পার্সরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় টটেনহাম। উল্টো দলের সাবেক খেলোয়াড়ের হাতেই তারা খুন হন। ৭৯ মিনিটে বেলের গোলেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে ইংলিশ ক্লাবটি। এরপর আর কোনো গোল না হলে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে রাফা বেনিতেজের শিষ্যরা।

অপর সেমিফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। বাভারিয়ানদের হয়ে গোল করেন হুয়ান বার্নাট, মারিও গোতজে ও রবার্ট লেভানডফস্কি।

বুধবার (০৫ আগস্ট) রাতেই ফাইনাল ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবেন বেল-রদ্রিগেজরা।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।