ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

দুই মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
দুই মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দুই মৌসুমের জন্য ফরাশগঞ্জকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে চলমান অাসরেও বাকি ম্যাচগুলোতেও তারা অংশ নিতে পারবে না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি এ নিষেধাজ্ঞা অারোপ করে।

রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে খেলা চলাকালীন সময়েই মাঠ ত্যাগ করার জের ধরে ফরাগঞ্জকে কঠিন শাস্তির আওতায় আনা হয়েছে। দুই মৌসুমে নিষেধাজ্ঞার পাশাপাশি তাদেরকে পাঁচ লক্ষ্য টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লিগে অংশগ্রহণবাবদ বাফুফের কাছ থেকে নেওয়া ১৩ লাখ টাকাও ফেরত দিতে হবে।

অন্যদিকে, ফরাশগঞ্জ ক্লাবের দুইজন কর্মকর্তা মো: সেলিম খান চেয়ারম্যান ফরাশগঞ্জ ফুটবল কমিটি ও ক্লাবটির যুগ্ন আহ্বায়ক গাজী সরোয়ার বাবুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত সোমবার বৃষ্টির কারণে দুই দফা স্থগিত হয়ে যাওয়া শেখ রাসেল বনাম ফরাশগঞ্জের ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়। তবে রেফারির একটি সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে খেলার ১৫ মিনিটেই মাঠ ছাড়েন ফরাশগঞ্জের খেলোয়াড়গণ! মূলত, ক্লাব কর্মকর্তাদের ডাকেই তারা এমনটি করেন। শেষ পর্যন্ত তারা মাঠে না নামলে ম্যাচের ফল স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।