ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভুলে যাওয়ার মতোই একটি মৌসুম কাটায় অ্যাঙ্গেল ডি মারিয়া। এবার তার সামনে নতুন লক্ষ্য।
নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ডি মারিয়া। মঙ্গলবার (০৪ আগস্ট) কাতারের রাজধানী দোহায় তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা। আর্জেন্টাইন মিডফিল্ডারকে আনুমানিক ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে পিএসজি।
এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘পিএসজিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এ ক্লাবটি গত মৌসুমে ফ্রান্সের মাটিতে সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলে। এ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। দলের হয়ে নিজের সেরাটা দিতে চাই। আমি জানি, তারা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে চায়। তাই আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ’
গত মৌসুমে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ডি মারিয়া। কিন্তু, ইংলিশ লিগে এসে ইনজুরি ও ফর্মহীনতায় অনেকটা নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত এক মৌসুম খেলেই তিনি ম্যানইউ অধ্যায়কে বিদায় জানান।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরএম