ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

জাভির জার্সি পড়বেন আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
জাভির জার্সি পড়বেন আলভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে শেষেই বার্সেলোনার হয়ে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার শেষ করেছেন জাভি হার্নান্দেজ। তাই শূন্যে থাকা তার ৬ নম্বর জার্সিটি এবার গায়ে জড়াবেন দানি আলভেজ।



ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার গত কয়েক মৌসুম ২২ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। (২২ নম্বর জার্সিটি) সেটি ছিল সাবেক সতীর্থ এরিক আবিদালের সম্মানে। তবে এখন তিনি সাবেক স্পেন তারকার জার্সি গায়েই মাঠে নামবেন।

এদিকে দলের অন্য ব্রাজিলিয়ান ডগলাস ২ নম্বর জার্সি গায়ে জড়াবেন। নতুন মৌসুমে মার্টিন মোন্তোয়া ইন্টার মিলানে চলে গেলে তার জার্সিটি ফাকা থাকে। তবে এ মৌসুমে কাতালানে যোগ দেওয়া আরদা তুরান ও অ্যালেক্স ভিদাল এখন অফিসিয়ালি কোন জার্সি নম্বর পাননি। এ দুই ফুটবলার আগামী জানুয়ারীতে বার্সা হয়ে মাঠে নামবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।