ঢাকা: ‘এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্টা’ আসরে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটির উদ্দেশ্যে বুধবার সকালে বিমানযোগে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল।
৭-১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এই ফুটবল আসর।
এ আসরে ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ মোট ১৬ জনের একটি দল গেছে বাংলাদেশ থেকে। উল্লেখ্য, এটাই বাংলাদেশের প্রথম কোন অনূর্ধ-১২ ফুটবল দল। কোরিয়া যাবার আগে তিনটি প্রস্তুতি ফুটবল ম্যাচে অংশ নেয় অনূর্ধ-১২ ফুটবল দল। বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচেই জেতে তারা। হারায় ১০-০ গোলে নারায়ণগঞ্জের মদনপুর ফুটবল একাডেমিকে, ৫-১ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে এবং ১-০ গোলে আরামবাগ ফুটবল একাডেমিকে।
বাংলাদেশ সময়:২০০৯ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১৫
ইয়া/এমএমএস