ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

কোরিয়ার পথে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
কোরিয়ার পথে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ‘এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্টা’ আসরে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটির উদ্দেশ্যে বুধবার সকালে বিমানযোগে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল।

৭-১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এই ফুটবল আসর।

১৫ দেশের  ৪০ ফুটবল দল অংশ নেবে এই ফেস্টিভালে। প্রতি গ্রুপে ৫টি করে দল খেলবে। বাংলাদেশের গ্রুপ ও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। প্রতিদিন একটি দল কমপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। খেলা হবে মাঠের মোট আয়তনের অর্ধেক অংশে। খেলা হবে ৩০ মিনিটের (১৫+১৫)। ম্যাচে এক দলের খেলোয়াড় থাকবে ৬ জন করে। ভাল খেলার প্রত্যয় নিয়েই বাংলাদেশ ছেড়েছে দলটি।

এ আসরে ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ মোট ১৬ জনের একটি দল গেছে বাংলাদেশ থেকে। উল্লেখ্য, এটাই বাংলাদেশের প্রথম কোন অনূর্ধ-১২ ফুটবল দল। কোরিয়া যাবার আগে তিনটি প্রস্তুতি ফুটবল ম্যাচে অংশ নেয় অনূর্ধ-১২ ফুটবল দল। বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচেই জেতে তারা। হারায় ১০-০ গোলে নারায়ণগঞ্জের মদনপুর ফুটবল একাডেমিকে, ৫-১ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে এবং ১-০ গোলে আরামবাগ ফুটবল একাডেমিকে।

বাংলাদেশ সময়:২০০৯ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।