ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শেষ হয়েছে ‘স্পেশাল অলিম্পিকস্ সামার ওয়ার্ল্ড গেমস’। বাংলাদেশের ৮০ সদস্যের দল বুধবার সকালে বিমানযোগে দেশে ফিরেছে।
এ প্রতিযোগিতায় তাদের অর্জন ৫৪ পদক। এর মধ্যে রয়েছে ১৮ স্বর্ণ, ২২ রৌপ্য ও ১৪ তাম্রপদক। অ্যাথলেটিক্সে ৬ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৬ তাম্র; ব্যাডমিন্টনে ৬ স্বর্ণ; বোচিতে ৩ স্বর্ণ; ফুটবলে ১১ রৌপ্য; সাঁতারে ১ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৫ তাম্র; টেবিল টেনিসে ২ স্বর্ণ ও ২ রৌপ্যপদক লাভ করে বাংলাদেশর প্রতিবন্ধী অ্যাথলেটরা।
বাংলাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে অ্যাথলেটিক্সে। ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৭টি মেডেল অ্যাথলেটিক্স থেকে অর্জন করেছে। অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ সর্বোচ্চ সোনা জিতেছে ব্যাডমিন্টনে (৬টি)।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
ইয়া/এমএমএস