ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

আবারও ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ!

স্পোটর্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
আবারও ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ!

ঢাকা: প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের প্রস্তাবটি দিয়েছিল ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট (সিএমজি) গ্রুপ। তাও কয়েক মাসের আগের কথা।

কিন্তু ওই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগ্রহের কোনো খবর পাওয়া যায়নি।

নতুন খবর হলো- এই লিগ আয়োজনে বাফুফের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সকার লিগ ইন্টারন্যাশনাল (এসএলআই)।

এ বিষয়ে বাফুফের সঙ্গে আলোচনা করতে এসআইএল-এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে। আগামী ০৯ আগস্ট দেশে পা রাখা দলে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির ও ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা জেমস জোনাথন।

পরদিন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে দলটি।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে বাংলাদেশে এই লিগের নাম হবে বাংলাদেশ সুপার সকার লিগ (বিএসএসএল)।

সংশ্লিষ্টরা বলছেন, লিগ আয়োজনে বাংলাদেশের কোনো স্পন্সর না পেলেও চলবে। কেননা তাদের সঙ্গে বিশ্বের অনেক প্রতিষ্ঠানের স্পন্সরশিপ চুক্তি রয়েছে।

এই লিগ আয়োজনে বাফুফে ছাড়াও বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
ইয়া/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।